
ডেক্সে রির্পোটঃ জমির মালিক না হয়েও দাতা সদস্য হওয়ার দাবিতে এক যুবকের জেদ এখন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী সুজন স্মৃতি কলেজে মতিউর রহমান সবুজ নামের ওই যুবকের বিরুদ্ধে কলেজে হামলা,হুমকি ও পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা।
তার এ তৎপরতায় শুধু পাঠদানের স্বাভাবিকতা বিঘ্নিত হয়নি,প্রতিষ্ঠানের সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কলেজের সাধারণ শিক্ষার্থীরা সবুজের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদে রোববার দুপরে সমাবেশ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয়রাও কর্মসূচিতে অংশ নেন।
অভিযোগ রয়েছে,মতিউর রহমান সবুজ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হলেও নিজের নামে কোন জমি না থাকা সত্ত্বেও জোরপূর্বক দাতা সদস্য হতে চান। এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শিক্ষক ও কলেজ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
আরও পড়ুন : নাটোরে পুরাতন ডিসি বাংলো থেকে গত সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার
মানববন্ধনে বক্তারা বলেন,কলেজের প্রতিষ্ঠাতা ইউনুছ মিয়া বিএসসি পরিবারের ৩৩৫ শতক জমি ওয়াকফ করে ২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। সবুজ তার ভাতিজা। দাতা সদস্য হতে জমির মালিকানা থাকা আবশ্যক হলেও সবুজের নামে কোনো জমি নেই।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,যে দলিল দেখিয়ে তিনি দাতা সদস্য হতে চান,তাতে তার মালিকানা প্রমাণিত হয় না। এরপরও তিনি কলেজ পরিচালনায় নানাভাবে হস্তক্ষেপ করছেন।
প্রতিষ্ঠাতা ইউনুছ মিয়া বলেন,সবুজ আমাদেরকেও হুমকি দিচ্ছে। কলেজের সুনাম ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে সে। ইতোমধ্যে এসব ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।