ওমানের মাস্কাট গভর্নরেটের বাউশার এলাকার একটি রেস্তোরাঁয় রান্নার গ্যাস লিক হওয়ার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই ভবনটি, যেখানে রেস্তোরাঁ এবং বাসস্থান ছিল, আংশিকভাবে ধসে পড়ে। এতে এক প্রবাসী দম্পতির মৃত্যু হয়েছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকার অনুরোধ
মারা যাওয়া দম্পতিরা হলেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ভি. পঙ্কজকাশন (৫৯) এবং তার স্ত্রী সাজিথা (৫৩)। তারা রেস্তোরাঁটির ওপরের তলায় বাস করতেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
ঘটনার পরপরই মাস্কাট সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা এলাকা খালি করে এবং আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা নেয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবি২৪ ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, রেস্তোরাঁর রান্নাঘরে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে, যা ভবনের কাঠামো দুর্বল করে দেয়। বিস্ফোরণের ফলে ভবনের একাংশ ধসে পড়ে এবং এতে প্রাণহানি ঘটে।
কর্তৃপক্ষ ঘটনার প্রকৃত কারণ ও কোনো নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে এএনবিটোয়েন্টিফোর ডট নেট ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট