
মাহামুদুল হাসান কালাম ।
ভিভো মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে অপেশাদার আচরণ ও প্রতারণার অভিযোগে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে কুমিল্লা টাউন হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভিভো কোম্পানির কিছু কর্মকাণ্ডে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। কোম্পানির প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করছেন না, বরং বিভিন্নভাবে ব্যবসায়ীদের হয়রানি করছেন।
এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়িক নেতা আব্দুর রহমান, মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে মোবাইল ফোন ব্যবসায়ীরা কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এবং অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে কুমিল্লার বিভিন্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।