

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (১২ মে) স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মালদ্বীপকে বাজেট সহায়তার জন্য ভারতের দেওয়া ৫০ মিলিয়ন ডলারের টি-বিল পরিশোধ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মালদ্বীপে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপ সরকারকে যাতে সুদ দিতে না হয়, সেজন্য অর্থ প্রদান স্থগিত করা হয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘মালদ্বীপ সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং উভয় দেশকে উপকৃত করতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।’
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সরকার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ৫০ মিলিয়ন ডলারের তিনটি টি-বিল নিয়েছিল। গত বছরের জানুয়ারিতে একটি টি-বিলের অর্থ পরিশোধ করা হয়েছিল।