মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
একসময় যিনি লাঠিসোটা হাতে নিয়ে আন্দোলনকারী ছাত্রদের রক্তাক্ত করেছিলেন, আজ তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিআরডিবির চেয়ারম্যান। তিনি মো. আক্তার হোসেন— যিনি একাধারে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত এবং একাধিক সহিংসতার অভিযোগে চিহ্নিত। অথচ তিনিই এখন সরকারের একটি উন্নয়ন প্রতিষ্ঠানের নেতৃত্বে।
স্থানীয়দের অভিযোগ, আক্তার হোসেন দায়িত্বে আসার পর বিআরডিবির প্রকল্প ও তহবিলে স্বজনপ্রীতির ছাপ স্পষ্ট। শুধু তার অনুগামী ও রাজনৈতিক অনুসারীরাই বিভিন্ন সুবিধা পাচ্ছেন। প্রকৃত গ্রামীন উদ্যোক্তারা এই ব্যবস্থার বাইরে রয়ে যাচ্ছেন।
একজন স্থানীয় কৃষক বলেন, “আমরা যারা প্রকৃত দরিদ্র, তাদের নাম বাদ পড়ে যায়। অথচ যারা তার লোক, তাদের সব সুযোগ।” সরকারি প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, “আমরা শুধু নির্দেশনার অপেক্ষায়। উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে কিছু হতে পারে।”আক্তার হোসেনের মতো নেতারা রাষ্ট্রীয় উন্নয়ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলে, জনগণের অধিকার বঞ্চিত হয় এবং প্রকৃত পরিবর্তন বাধাগ্রস্ত হয়— এমন মত বিশ্লেষকদের।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।