অনলাইন ডেস্ক
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক কঠোর বিবৃতি ভারতকে ‘কাপুরুষোচিত আক্রমণকারী’ আখ্যা দিয়ে বলেছেন, ‘বিশ্বাসঘাতক শত্রু’ (ভারত) পাকিস্তানের পাঁচটি স্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এই ‘জঘন্য আগ্রাসনের’ সমুচিত জবাব দেওয়া হবে। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী শরীফ স্পষ্ট ভাষায় বলেন, ‘এই ন্যক্কারজনক ভারতীয় হামলার কঠোর প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে এবং সেই প্রতিক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।’
শাহবাজ শরীফ বলেন, ‘সমগ্র জাতি তাদের সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ এবং আমাদের মনোবল ও সংকল্প অটুট। আমাদের চিন্তা ও দোয়া পাকিস্তানের সাহসী অফিসার ও জওয়ানদের সঙ্গে রয়েছে।’
প্রধানমন্ত্রী শরীফ দেশবাসীর উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী তাদের শক্তি ও দৃঢ় সংকল্প দিয়ে যেকোনো হুমকি মোকাবিলা ও পরাজিত করতে সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের কখনোই তাদের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।