বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টার পদত্যাগের বিকল্প নাই, তিনি দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সম্পূর্ন ব্যার্থ,বরং তিনি কোন একটি উগ্রজনগোস্ঠীকে পক্ষে কাজ করচ্ছে।
ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি বলেছেন, ‘সারা দেশে আগামীকাল (৫ মে) অবরোধ, অ্যাম্বুল্যান্স ছাড়া রিকশাও চলবে না। এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আছে। সুতরাং তদন্তের দোহাই দিয়ে এ হত্যাকাণ্ড আড়াল করা যাবে না। পরিষ্কার কথা অতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনুন।
গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুফতি রহিস উদ্দিন নিহতের ঘটনায় হত্যাকারীদের শাস্তির দাবিতে আয়োজিত মার্চ ফর গাজীপুর কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।