
ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় দেশটিতে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বৃহস্পতিবার (১ মে) দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আল-মনিটরের প্রতিবেদনে জানানো হয়, দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকিতে পড়েছেন। উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এ ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ আগুন বলা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ। এমডিএ জানিয়েছে, তারা ২২ জনকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি। বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। সতর্কতা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা জাতীয় জরুরি পরিস্থিতির মুখে আছি। জীবন রক্ষায় সব বাহিনীকে একজোট হতে হবে।”
টাইমস অব ইসরায়েল জানায়, দাবানলের পেছনে রয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ ও ঝড়ো হাওয়া, যা আগুন নিয়ন্ত্রণে বাধা দিচ্ছে। এরই মধ্যে নেভে শালোম, বেকোয়া, তাওজ ও নাচশোন এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন থেকেও সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।