
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর-পারুয়ারা সড়কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের চিত্র উঠে আসে তদন্তকারী দলের সামনে।
এলজিইডির বাস্তবায়নে ২ হাজার ৩০০ মিটার (দুই দশমিক তিন কিলোমিটার) এই সড়ক পুনর্বাসন প্রকল্পে ব্যয় ধরা হয় ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা। এই কাজটি টেন্ডারপ্রাপ্ত হয় মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর মালিকানাধীন ‘মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ’-এর নামে।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সুমন পাটোয়ারী সড়ক নির্মাণে ব্যাপক নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। এছাড়াও কাজের মান নিয়ন্ত্রণে কোনো নিয়ম মানা হয়নি। ৫ মাস ধরে কাজ বন্ধ রাখার পর সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক প্রভাবশালীকে ম্যানেজ করে তিনি তড়িঘড়ি করে নির্মাণ কাজ শুরু করেন।
তদন্তকারী দল সরেজমিনে গিয়ে কাজের মান, উপকরণ এবং নির্মাণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। দুদকের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
তিনি বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং সরেজমিন তদন্তে এসেছি। নির্মাণসামগ্রীর মান যাচাই ও স্থানীয়দের সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট প্রস্তুত করছি। কমিশনে প্রতিবেদন পাঠানো হবে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”