মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচিত একটি মামলার অবসান ঘটল বুধবার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে দেয়া কারাদণ্ডের রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
মামলার ১৭ বছর পর এই রায় বিএনপির জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিকভাবে নিঃসক্রিয় হয়ে থাকা আমানউল্লাহ আমানের সামনে এখন নতুন সম্ভাবনা ও দায়িত্ব এসে দাঁড়িয়েছে।
রায়ে বলা হয়, “আপিল মঞ্জুর করে ২০১০ সালে দেওয়া হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলো। বিশেষ জজ আদালতের পূর্বের দণ্ডাদেশ বাতিল করা হলো।”
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমান দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, আমানউল্লাহ আমান অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং তা গোপন রেখেছেন।
এক বছরের ব্যবধানে আদালত দণ্ড প্রদান করলে তারা হাইকোর্টে আপিল করেন এবং খালাস পান। তবে ২০১৪ সালে আপিল বিভাগ সেই খালাস বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয়। আজকের রায়ে সেই শুনানি শেষে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ হয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “রায়টি শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি বিএনপির রাজনীতিতে ভবিষ্যতের নতুন পথ খুলে দিয়েছে।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।