বায়তুল মোকাররমে এনসিপির সমাবেশ শুক্রবার: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি নিয়ে শোডাউন

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

সরকারি ছুটির দ্বিতীয় দিন, শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে একটি বড় পরিসরের সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠিতব্য এই সমাবেশে আওয়ামী লীগের বিচার দাবি করা হবে, পাশাপাশি দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিলের আহ্বান জানানো হবে।

এনসিপি নেতৃবৃন্দ জানান, বর্তমান সরকারের আমলে দেশের বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে যে ‘একদলীয়ীকরণ’ চলছে, সেটিকে রুখতেই তারা রাজপথে নেমেছেন। এই সমাবেশ হবে তাদের ‘গণআন্দোলনের সূচনা পর্ব’।

দলটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, সমাবেশে ১০ থেকে ১৫ হাজার মানুষ অংশ নেবেন। এরই মধ্যে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। সমাবেশ ঘিরে আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বিশেষ প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে থাকবে বলে জানা গেছে।