মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টার
বিআরডিবির বর্তমান চেয়ারম্যান মো. আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। সরকারি জমি দখল থেকে শুরু করে বহু তলা বিশিষ্ট মার্কেট নির্মাণে দুর্নীতি, আবারও জনগণের আস্থা হারিয়েছে স্থানীয় প্রশাসন। জানা যায়, আক্তার ব্রাহ্মণপাড়া সদর বাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জায়গায় অবৈধভাবে একটি বহুতলা মার্কেট নির্মাণ শুরু করেন এবং মামলার মাধ্যমে কাজ বন্ধ করে দেন।
তথ্য মতে, তার বিরুদ্ধে রয়েছে স্থানীয় ভূমি অফিসে একাধিক লিখিত অভিযোগ ও তদন্ত প্রতিবেদন। জাল দলিলের মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, এমনকি ফাঁদ পেতে জমি হাতিয়ে নেওয়া—এসব তার প্রতিদিনকার কার্যকলাপ।
ভুক্তভোগী আনোয়ার হোসেন আনু সর্দার জানান, “আক্তারের বিরুদ্ধে অন্তত চল্লিশটি মামলা চলছে কুমিল্লা আদালতে। কিছু অসাধু লোক তাকে সহযোগিতা করছে। প্রশাসন যদি চায়, এখনই এই দুর্নীতিবাজের অপকর্ম থামানো সম্ভব।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।