অনলাইন ডেস্ক
বৈধ কাগজপত্র রয়েছে, তবু সৌদি থেকে দেশে ফেরত আসতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। তারা বলছেন, গত ১২ এপ্রিল ইসরায়েল অগ্রাশনের বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি আবমাননার পর থেকে বাঙালি দেখলেই আটক করছে সৌদি সরকার। এর মধ্যে অনেককে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার মধ্যরাতে সৌদি থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে শতাধিক বাংলাদেশি দেশে ফেরত এসেছেন।
এ সময় তাদের ওপর হওয়া প্রতারণা ও অবিচারের কথা জানিয়েছেন।
তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।