রাষ্ট্রের টাকায় বিলাসবহুল ফোন কেনাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট বিশ্লেষক ও রাজনৈতিক চিন্তাবিদ পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "রাষ্ট্রের টাকায় আইফোন ১৬ প্রো ম্যাক্স কেনা মোটেই গ্রহণযোগ্য নয়।"
তিনি লেখেন, যারা এ বিষয়টি বোঝে না, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। রাষ্ট্রের কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করা যেতে পারে, তবে তা যেন কেবল প্রয়োজনের সীমার মধ্যে থাকে।
পিনাকী ভট্টাচার্য উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা বা আন্তর্জাতিক সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিকরা যেমন মানের স্মার্টফোন ব্যবহার করেন, তেমন ফোনই যথেষ্ট। অতিরিক্ত বিলাসিতা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী।
তিনি আরও যোগ করেন, রাষ্ট্রীয় কর্মচারীদের কর্পোরেট কর্মকর্তার মতো বিলাসিতায় অভ্যস্ত হওয়া চলবে না। প্রয়োজনের বাইরে এক টাকাও ব্যয় অনৈতিক। রাষ্ট্রের প্রতিটি খাতেই কৃচ্ছ্রতা অবলম্বন করতে হবে—গাড়ি, বাসা, জামাকাপড় সব ক্ষেত্রেই।
তার মতে, রাষ্ট্রের প্রতিটি পয়সা জনগণের কষ্টার্জিত অর্থ। তাই জনগণের চেয়ে বেশি বিলাসিতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।