বৈধ উপায়ে বিদেশ গিয়েও বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত অবৈধ হয়ে দেশে ফিরছেন প্রবাসীরা। বিগত ১০ বছরে বিভিন্ন দেশ থেকে অবৈধ হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন প্রায় সাত লাখ অভিবাসী। বিদেশ যেতে বাংলাদেশি কর্মীদের গড়ে খরচ হয় প্রায় পাঁচ লাখ টাকা।
কিন্তু আউটপাস নিয়ে দেশে ফেরা প্রবাসীদের অধিকাংশই শূন্য হাতে দেশে ফিরে থাকেন।
শূন্য হাতে দেশে ফেরার কারণে প্রবাসীরা পরিবার নিয়ে মানবেতর জীবন শুরু করেন। অনেকে আর্থিক সংকটে আত্মহত্যার মতো সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে প্রবাসফেরত এসব কর্মীকে সহায়তা দিয়ে থাকে সরকারি ও বেসরকারি সংস্থা। প্রবাসফেরত কর্মীরা যেসব সুবিধা পেয়ে থাকেন—
আরো ও পড়ুনঃ সৌদি থেকে বৈধ কাগজ থাকার পরও জোরপূর্বক দেশে পাঠানোর অভিযোগ
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ :
প্রবাসফেরত কর্মীরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেয়ে থাকেন।
ঋণের সর্বোচ্চ পরিমাণ পাঁচ লাখ টাকা। তবে কারিগরি দক্ষতা থাকলে আরো বেশি পেয়ে থাকেন। তবে এমন ঋণ পেতে বৈধভাবে বিদেশ যাওয়ার প্রমাণপত্র থাকতে হবে। আর ঋণ নেওয়ার উদ্দেশ্য হবে ক্ষুদ্র উদ্যোগ, কৃষি, পরিবহন, গৃহনির্মাণ ইত্যাদি।
কারিগরি প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স :
প্রবাসফেরত কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আইটি, কারিগরি, হস্তশিল্প, ব্যাবসায়িক দক্ষতা বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যাতে প্রশিক্ষণ নিয়ে প্রবাসফেরত কর্মীরা দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
পুনরেকত্রীকরণ সহায়তা :
প্রবাসফেরত কর্মীদের কিছু এনজিও ও আন্তর্জাতিক সংস্থা সাহায্য করে থাকে। যেমন IOM, BRAC Migration Program বিদেশফেরতদের পুনর্বাসনে সহায়তা করে। সংস্থা দুটি ক্ষুদ্র ব্যবসা চালুতে অনুদান, কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য সহায়তা এবং সামাজিক পুনর্বাসনে সহায়তা করে থাকে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।