কুমিল্লার দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় বজ্রপাতের দুটি পৃথক ঘটনায় চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে বজ্রপাতের কবলে পড়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তবে নিহত কৃষকদের পরিচয় এখনো জানা যায়নি।বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে বজ্রপাতে বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রের করুণ মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে আকাশে মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যেও কয়েকজন শিশু মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরদের মধ্যে একজন পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং অন্যজন আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।দুই কিশোরের অকাল প্রয়াণে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।