মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ ৯৪ অভিবাসী আটক মালয়েশিয়ার পুচংয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।
বৃস্পতিবার (২৫ এপ্রিল) বিদেশিদের দ্বারা পরিচালিত ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসব প্রতিষ্ঠানে খাদ্য ও পানীয়, সাজসজ্জা, গাড়ি ধোয়া ও পোশাক বিক্রি করা হতো।
পুত্রজায়ার জেআইএম সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের ৫৪ কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন।
আটকদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২২ জন নারী। যাদের মধ্যে থাইল্যান্ড, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ইয়েমেন, ভিয়েতনাম, মিশর, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন।
আটকদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ও পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।