মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী ৬ মে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই দিন শুনানি গ্রহণ করবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই শুনানির দিন ধার্য করেন এবং জানান, ৬ মে আজহারের আপিলটি কার্যতালিকার শীর্ষে থাকবে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুটি অভিযোগে ২৫ ও ৫ বছরের সাজা দেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ড বহাল রাখেন। একইসঙ্গে ৫ নম্বর অভিযোগে তিনি খালাস পান।
২০২০ সালে রায় প্রকাশের পর তিনি পুনর্বিবেচনার আবেদন করেন, যেখানে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করেন।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাঁর আপিল গ্রহণ করে এবং আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলেন। সেই অনুযায়ী তাঁর পক্ষে আপিল প্রস্তুত করা হয়, যার শুনানি হতে যাচ্ছে আগামী ৬ মে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।