মো. শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ’-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকা ও ফেসবুকে চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন জনসাধারণ।
সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকাল ৪টায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে কলেজের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা কুমিল্লা বোর্ডের শীর্ষস্থানীয় কলেজগুলোর অন্যতম। এই প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার লক্ষ্যে একটি মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’’
তারা আরও বলেন, কলেজটির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী একজন সাদা মনের মানুষ। তিনি একাধারে শিক্ষানুরাগী, সমাজহিতৈষী এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা। দেশের শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। অথচ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী, বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আক্তার হোসেন ও তার সমর্থিত ভূমিদস্যু চক্র কলেজের সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে।
শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে ‘ভূমিদস্যু মো. আক্তার হোসেনের বিচার চাই’, ‘শিক্ষা প্রতিষ্ঠানে ষড়যন্ত্র চলবে না’, ‘শিক্ষা ও শিক্ষককে অসম্মানকারীদের রুখে দাঁড়াও’—এমন নানা স্লোগানে মুখর করে তোলে এলাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। তিনি বলেন, ‘‘এই প্রতিষ্ঠান কেবল ব্রাহ্মণপাড়া নয়, সমগ্র কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের একটি অন্যতম ভরসার জায়গা। যেকোনো ষড়যন্ত্র এই অঞ্চলের উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। প্রশাসনের কাছে আহ্বান জানাই, এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।’’
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মানস কুমার রায়, মো. কবির আহমেদ, মো. হুমায়ুন কবির, মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র প্রভাষক শরীফ মো. রেজা, মো. শহিদুল ইসলাম, মো. মাহবুবুর রহমান লিটন, মো. জামাল হোসাইন, মো. নেছার আহাম্মেদ, সুমন রানা সহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দ।
সমাবেশ শেষে বক্তারা একযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।