মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম
ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আজ রবিবার (২০ এপ্রিল) ম্যাচে কালিকাপুর ফুটবল একাডেমি দেখালো তাদের শক্তিশালী দাপট, যেখানে তারা ফকির বাজার একাদশকে ৪-০ গোলে হারিয়ে দেয়।
ম্যাচের শুরু থেকেই কালিকাপুরের খেলোয়াড়রা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে, এবং প্রথমার্ধেই তারা ৩-০ গোলে এগিয়ে যায়।
কালিকাপুর একাডেমির পক্ষে গোল করছেন সুজন, ইকবাল,,ও সজীব।
পুরো ম্যাচজুড়ে কালিকাপুর ফুটবল একাডেমির মাঝমাঠ এবং ডিফেন্স ছিল সুসংগঠিত। ফকির বাজার একাদশ বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
এই জয়ের মাধ্যমে কালিকাপুর ফুটবল একাডেমি তাদের আত্মবিশ্বাস আরও মজবুত করল এবং আগামী ম্যাচের জন্য মনোবল নিয়ে মাঠে নামবে।
[caption id="attachment_18003" align="alignnone" width="696"] কালিকাপুর ফুটবল একাডেমির সকল খেলোয়াড় ও ম্যানেজার[/caption]
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট