মালদ্বীপ প্রতিনিধি।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) দেশটি রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রাঙ্গণে, বিকেলে আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিক, কূটনীতিক, স্থানীয় অতিথি এবং বিভিন্ন দেশের প্রতিনিধি এ আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। আয়োজনটি ছিল নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমন্বয়ে এক প্রাণবন্ত মিলনমেলা। অতিথিরা বাঙালি পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানটিকে আরও রঙিন করে তোলেন।
অনুষ্ঠানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বলেন, “প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালন করাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য। এ ধরনের অনুষ্ঠান প্রবাসে আমাদের পরিচিতি ও বন্ধুত্বের পরিসরকে আরও বিস্তৃত করে।”
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যেই হাইকমিশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে হাইকমিশনার জানান।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট