মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
অনলাইন ব্যবসায়ীরা এখন আর শুধু সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন না, খুলনায় এবার সরাসরি শারীরিকভাবে হামলা ও চাঁদাবাজির শিকার হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। পুলিশের পরিচয় নিয়ে চার শিক্ষার্থী তার বাসায় ঢুকে তাকে মারধর করে, নগদ টাকা দাবি করে এবং শেষে তার স্ত্রীর স্বর্ণালংকার লুট করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে খুলনার বয়রা আজিজের মোড় এলাকায়। পুলিশ জানায়, অভিযুক্ত চারজনই স্থানীয় কলেজের শিক্ষার্থী বা সদ্য কলেজ শেষ করা যুবক। তারা হলেন—মাসুদ রানা, ফয়সাল মাহমুদ, মো. সালাউদ্দিন ও রিফাত পারভেজ রাফি। একসঙ্গে তারা দীর্ঘদিন ধরে কৌশলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে আসছিল বলে ধারণা করছে পুলিশ।
ভুক্তভোগী ইফতেখার বলেন, “তারা নিজেদের ডিবি পুলিশ বলল, আমার অনলাইন কার্যক্রম নিয়ে প্রশ্ন করতে লাগল। পরে আমাকে আলাদা করে একটি ঘরে নিয়ে যায়, মারধর করে এবং অনলাইন জুয়ার অপবাদ দিয়ে ২ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তারা আমার স্ত্রীর গহনা নিয়ে যায়।”
এলাকাবাসীর তৎপরতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হাতে-নাতে ধরে ফেলে। উদ্ধার করা হয় গহনার কিছু অংশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে দেখছে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, “এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তারা পরিকল্পিতভাবে অনলাইনভিত্তিক তরুণ উদ্যোক্তাদের টার্গেট করছিল। অভিযুক্তদের মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আরও কর্মকাণ্ডের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।”
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।