
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
সম্মানিত মহোদয়, আসসালামু আলাইকুম।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে। এখন দেশের অধিকাংশ উপজেলায় শিক্ষায় অংশগ্রহণের হার প্রায় শতভাগ। পাশাপাশি সাক্ষরতা এবং শিক্ষিত মানব সম্পদের আনুপাতিক হার যথেষ্ট অগ্রসর অবস্থায় রয়েছে। দেশে এমন একটি পরিবেশ তৈরির ক্ষেত্রে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাঁরা হলেন দেশের শিক্ষা উদ্যোক্তাগণ। আপনারা গণমাধ্যমে এমন অনেক শিক্ষা উদ্যোক্তার পরিচয় ও গল্প শুনে থাকেন।
বিদ্যাভবন গবেষণা কেন্দ্র দেশের শিক্ষা উদ্যোক্তাগণের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আমরা তাঁদের অর্জন, স্বপ্ন ও জীবন জয়ের গল্প নিয়মিত প্রকাশ করে চলেছি। আজ লেখনীর মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জন্মগ্রহণকারী একজন মানবিক, গুণী শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী ও দানবীর শিক্ষা উদ্যোক্তার সাথে, তিনি হলেন জনাব মোশাররফ হোসেন খান চৌধুরী। তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কলেজসহ একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর পরিচয় পত্রের শেষে উপস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী দেশবরেণ্য এই শিক্ষা উদ্যোক্তার জীবনের নানা অর্জন এবং আলোকোজ্জ্বল প্রাপ্তি নিয়ে বিদ্যাভবন গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ প্রামাণ্য গ্রন্থ (আলোর ফেরিওয়ালা) প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজ ও দেশকে আলোকিত করার পাশাপাশি মানবসম্পদ বিনির্মাণে তাঁর অবদান কে ঘিরে আপনাদের মতামত, পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রশ্ন-উত্তর আকারে প্রেরণ করলে আমরা কৃতজ্ঞ থাকবো।
এ বিষয়ে কয়েকটি প্রশ্ন এখানে উপস্থাপন করা হলো-
১) শিক্ষার আলো বিকাশে মোশাররফ হোসেন খান চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কে ঘিরে আপনার পর্যবেক্ষণ, মতামত ও মূল্যায়ন প্রত্যাশা করছি।
২) পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নেয়ার জন্য আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে কিছু বলুন।
৩) গুণী মানুষের প্রতি সম্মান ও স্মৃতিচারণ আগামীতে গুণী মানুষ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই মোশাররফ হোসেন খান চৌধুরীর সাথে আপনার কোনো স্মৃতিময় শিক্ষামূলক ঘটনা থাকলে তা জানালে কৃতজ্ঞ থাকবো।
৪) সমাজ ও দেশ এগিয়ে নেয়ার জন্য তাঁর মত একজন হিতৈষী চিন্তাশীল শিক্ষা উদ্যোক্তার কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কী?
** আপনার মতামত ভয়েস রেকর্ড করে নিম্মে উল্লেখিত হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে পারেন অথবা প্রশ্নের উত্তর লিখে পাঠাতে পারেন আপনার এক কপি ছবি সহ কারে (পি.পি. সাইজের ফটো) উল্লেখিত ইমেইলে।
বই অনন্তকালের জন্য মানুষের স্মৃতি ধারণ করে। তাই কল্যাণমুখী এই গ্রন্থ প্রকাশে আপনার একটি লেখা হতে পারে জীবনের অনন্য স্মৃতি।
হোয়াটসঅ্যাপ নম্বর- ০১৮৭৯ ৯০০ ১৫৭, ইমেইল- vidyabhavan289@gmail.com
শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী স্বপ্রণোদিত হয়ে ব্রাহ্মণপাড়ায় প্রতিষ্ঠা করেন-
১) মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ।
২) আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ,
৩) আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়,
৪) মুমু- রোহান কিন্ডারগার্টেন,
৫) ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতাল,
৬) আশেদা-জোবেদা ফোরকানিয়া মাদ্রাসা,
৭) মিজানুর রহমান খান কিশোরী পাঠাগার,
৮) মোশাররফ হোসেন খান চৌধুরী ফাউন্ডেশন,
৯) আব্দুর রাজ্জাক খান চৌধুরী লাইব্রেরী,
১০) কলেজ পাড়া জামে মসজিদ,
১১) মোশাররফ হোসেন খান চৌধুরী ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা।