
মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
তুরস্কে অনুষ্ঠিত “১২তম আন্তর্জাতিক সুফি সম্মেলন”-এ ফিলিস্তিনিদের মুক্তির জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী। “ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স”-এর আয়োজনে এই সম্মেলনে ২৫টি দেশের অর্ধশতাধিক আলেম, গবেষক ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন।
“ডিজিটাল প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার: নীতিমালা ও চ্যালেঞ্জ” শীর্ষক মূল বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ কুরআনের ভারসাম্যের নীতির ওপর জোর দিয়ে বলেন, “প্রযুক্তি মানবতার সেবার জন্য, তা যেন মানবতাকে порабоত না করে।” তিনি ডিজিটাল বিশ্বের তথ্য বিভ্রান্তি, গোপনীয়তা লঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি মূল্যবোধভিত্তিক একটি নৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে উৎসাহিত করেন এবং আলেম, নীতিনির্ধারক ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে একটি গ্লোবাল নৈতিক গাইডলাইন প্রণয়নের প্রস্তাব দেন।
সম্মেলনের সবচেয়ে আবেগময় অংশে তিনি গাজায় ইসরাইলের নির্মমতা নিয়ে বলেন, “এটি কোনো সংঘাত নয়, এটি একটি সুপরিকল্পিত গণহত্যা।” তিনি মুসলিম দেশগুলোর অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে গাজার জন্য একটি জরুরি তহবিল গঠনের প্রস্তাব দেন। এছাড়া, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে মুসলিম রাষ্ট্রগুলোর সম্মিলিত কণ্ঠস্বর গঠনেরও পরামর্শ দেন।
তিনি তার বক্তব্য শেষ করেন গাজাবাসীর জন্য মর্মস্পর্শী দোয়ার মাধ্যমে: “হে আল্লাহ! গাজার নিরীহ মানুষদের রক্ষা করুন, শহীদদের মর্যাদা দিন এবং মুসলিম উম্মাহর বিবেককে জাগ্রত করুন।”
তুরস্ক সরকারের সহায়তায় আয়োজিত এই সম্মেলন বিশ্বজুড়ে সুফি চিন্তাধারার প্রচার ও সমকালীন সংকটে ইসলামি সমাধানের পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অংশগ্রহণকারী স্কলাররা সাইয়্যিদ সাইফুদ্দিনের প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেছেন।