ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলা: মোবাইল ও ক্যামেরা ভাঙচুর,

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া, ১৪ মার্চ ২০২৪: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা করে তার মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক লিয়াকত মাসুদ দৈনিক কালবেলা’র কসবা উপজেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি। ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম, জহির খান সর্দার ও হোসেন মিয়াসহ কয়েকজন তাকে গালিগালাজ করে, সাংবাদিকতার কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার মোবাইল ও ক্যামেরা ভেঙে ফেলে। পরে তারা তাকে মারধর ও হত্যার হুমকি দেয়।

লিয়াকত মাসুদ ইতিমধ্যে কসবা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযুক্ত দ্বীন ইসলাম ঘটনা অস্বীকার করে দাবি করেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে স্থানীয় সাক্ষীর বক্তব্য ও সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।