ধর্মীয় বিশ্বাসে দানপ্রবাহ: পাগলা মসজিদে কারা দিচ্ছেন এত অর্থ?

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার

পাগলা মসজিদের দানবাক্সে প্রতিবছর কোটি কোটি টাকার জমা কীভাবে সম্ভব? কে দিচ্ছেন এত দান? অনুসন্ধানে জানা যায়, কিশোরগঞ্জ ছাড়িয়ে দেশের নানা জেলা থেকে মানুষ এই মসজিদে আসেন নানা মানত নিয়ে। অনেকে সুস্থতা, চাকরি, পরীক্ষায় সফলতা বা পারিবারিক শান্তির জন্য মানত করে দান দেন। বিশ্বাস থেকে আসে এই বিপুল দানপ্রবাহ।

একজন দানকারী বলেন, “আমার মানত পূরণ হলে আমি এখানে নিয়মিত দান করি। শুধু টাকা নয়, হাঁস-মুরগি, কাপড়, এমনকি নিজের সঞ্চয়ের অংশ দিয়েও দান করি।”

এই বিশ্বাসই পাগলা মসজিদকে পরিণত করেছে বাংলাদেশের সবচেয়ে বড় দানগ্রহণকারী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর একটিতে। অনেকে বলছেন, এটি এখন একটি ‘বাংলাদেশি কাবা’র মতো পরিণত হয়েছে, যেখানে মানুষের অন্তরের ভালোবাসা ঢেলে পড়ে দানের মাধ্যমে।