"যেখানে বিশ্বব্যবস্থা ন্যায়ের মুখোশ পরে দাঁড়ায়, গাজার ধ্বংসস্তূপ সেই মুখোশ নির্লজ্জভাবে খুলে ফেলেছে"—এমনই ভাষ্য উঠে এসেছে আজকের ‘মার্চ ফর গাজা’ সমাবেশে প্রকাশিত ঘোষণাপত্রে। সেখানে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তীব্র সমালোচনা ও চাপ সৃষ্টি করা হয়েছে, যেন তারা ফিলিস্তিন গণহত্যা রোধে কার্যকর পদক্ষেপ নেয়।
ঘোষণাপত্রে দাবি করা হয়, গাজায় প্রতিদিনের রক্তপাত একক কোনো সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। পশ্চিমা শক্তিবলয়ের অনেক রাষ্ট্র দখলদার ইসরায়েলকে সরাসরি অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে গণহত্যার দায়ে অংশগ্রহণ করছে বলেও উল্লেখ করা হয়।
ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা;
যুদ্ধবিরতির পরিবর্তে গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ;
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি;
ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে বাধা অপসারণ।
এই দাবিসমূহ শুধু মানবিক বিবেক নয়, বরং আন্তর্জাতিক আইন ও নৈতিকতার পাটাতনে দাঁড়ানো বলে অভিমত বিশ্লেষকদের।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।