বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম পার্বত্য জনপদ দোপানীছড়ায় সুপেয় পানি সরবরাহে ১০০০ ফুট পাইপ বিতরণ

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) রাঙ্গামাটির দুর্গম পার্বত্য অঞ্চল দোপানীছড়ার জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত করতে ১০০০ ফুট পাইপ বিতরণ করেছে। বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়।

আজ সকালে দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত স্থানীয় পাড়া কারবারীর কাছে এই পাইপ হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিজিবির জুনিয়র কর্মকর্তা, সৈনিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজিবির রুমা ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের এই প্রত্যন্ত এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন। গত ২২ জানুয়ারি বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান স্থানীয়দের সমস্যা শুনে পাইপ সরবরাহের আশ্বাস দিয়েছিলেন। আজ তারই বাস্তবায়ন হলো।

এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবির অবদান আরও একবার প্রমাণিত হয়েছে। স্থানীয়রা বিজিবির এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।