স্টাফ রিপোর্টার, মোঃ শাহজাহান বাশার
চট্টগ্রামের নিষিদ্ধ সংগঠন ইসকনের নেতা সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণের ঘনিষ্ঠ সহযোগী আনন্দ টিভির বরখাস্তকৃত ডেপুটি নিউজ এডিটর (ডিএনই) প্রশান্ত কুমার দাশ ও শ্যামনগর উপজেলা প্রতিনিধি তপন কুমার-এর অবৈধ সাংবাদিক আইডি কার্ড বাতিল ও তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
সূত্রে জানা গেছে, প্রশান্ত দাশ ও তপন কুমার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের সঙ্গে গোপনে কাজ করে আসছেন। গত ২৬ নভেম্বর ২০২৪ সালে চট্টগ্রাম কোর্টে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার পরিকল্পনায় তাদের সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠেছে। এছাড়া, চিন্ময় কৃষ্ণের শ্যামনগর সফরকালে তারা গোপনে সংবাদ পরিবেশন করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
প্রশান্ত দাশের বিরুদ্ধে আনন্দ টিভির অভ্যন্তরে চাঁদাবাজি, নারী সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ এবং অবৈধভাবে প্রতিনিধি নিয়োগের মতো গুরুতর অভিযোগ রয়েছে। অন্যদিকে, তপন কুমারকে টাকার বিনিময়ে জেলা প্রতিনিধির আইডি কার্ড দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাদের অবিলম্বে গ্রেফতার ও অবৈধ কার্ড বাতিলের দাবি জানানো হয়েছে। পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।