কুমিল্লা সদর দক্ষিনে সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে হামলা, থানায় অভিযোগ,

স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২০ নং ওয়ার্ডের
দিশাবন্দ উত্তরপাড়া গত ১০এপ্রিল সকালে সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় খলিলুর রহমান সুমনসহ নারী ও শিশু আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমান সুমন ও শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হামলায় আহত খলিলুর রহমান সুমন এর স্ত্রী নাসরিন আক্তার (৩৫) পিতা: মনির হোসেন , সাং দিশাবন্দ উত্তরপাড়া, কুমিল্লা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন-দুলাল মিয়া, চাঁন মিয়া, রাসেল, জিহাদ, সুষ্ময়, নার্গিস আক্তার, সুরভী ও সাথী আক্তার সহ অজ্ঞাত নামা কয়েকজন।

আহত খলিলুর রহমান সুমন জানান : যারা আমাকে হামলা করেছে তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি অভিযোগ করেছি, কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি। দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং একই সাথে আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি।