২৫ মামলায় সাজাপ্রাপ্ত ও ৪১ মামলার আসামি দেলোয়ার হাসানকে (৪৫) গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। দেলোয়ার চিহ্নিত প্রতারক বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজের নাম পরিবর্তন করে এত দিন তুহিন নামে আত্মগোপনে ছিলেন। গতকাল বুধবার মধ্যরাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার রওনক জাহান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
দেলোয়ার যশোর সদর উপজেলার হাতি ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থান শনাক্তের পর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঞার নেতৃত্বে ডিবির একটি টিম গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সেখানে তিনি তুহিন নামে পরিচিত ছিলেন।
দেলোয়ার হাসান একসময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে অনেকেই তার বিরুদ্ধে মামলা করেন। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।
তার মধ্যে ২৫টি মামলায় তার সাজা হয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।