
মোঃ শাহজাহান বাশার
ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর বর্বর ইজরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে সদর থানা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের নির্দেশনায় সদর থানা বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ইজরায়েলি ইহুদিবাদীরা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনি জনগণের উপর অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বসতবাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে হাসপাতাল ও স্কুল, নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। অথচ তথাকথিত বিশ্বনেতারা নিরব ভূমিকা পালন করছে। জাতিসংঘ থেকেও দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ নেই।”
তারা আরও বলেন, “এই হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্ববাসীকে একত্রিত হয়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
মিছিলে সদর থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – খোরশেদ আলম, আক্তার হোসেন, মিজান আহমেদ, মোঃ রনি, আরমান হোসেন, অপু, শাকিল আহমেদ, শাহাদাত, শাহআলমসহ আরও অনেকে। নেতৃবৃন্দ মিছিল চলাকালীন জনগণের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিয়ে ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে থাকেন।
সমাবেশ শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।