ঢাকা সাভার প্রতিনিধি
সাভারে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে গুলি করে ছিনতাইকৃত তিনটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর এলাকার নদী থেকে ট্রলারগুলো উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকেলে সাভার পৌরসভার কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকা থেকে প্রকাশ্যে গুলি করে ট্রলারগুলো ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঘাটের ইজারাদার কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় রাতেই একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্রদলকর্মী অন্তরসহ তার অনুসারীর বুধবার সন্ধ্যায় চাঁদার দাবিতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তিনটি ট্রলার নিয়ে যায়। ঘটনার পরপরই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। পরবর্তীতে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ট্রলারের অবস্থান জানতে পেয়ে বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর এলাকা ট্রলারগুলো উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা অত্যন্ত তৎপর রয়েছি।
শিগগিরই ট্রলার লুটকারী আসামি গ্রেপ্তারসহ অস্ত্রগুলো উদ্ধার করে সক্ষম হবো।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।