মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের আওলাদগণ বৃহত্তম মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) এই মানববন্ধনটি মাইজভান্ডার দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে তাদের তীব্র প্রতিবাদ জানান, দাবি করেন যে, ইসরায়েল বিশ্বমঞ্চে মানবাধিকার, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক আইনের প্রতি তামাশা করছে। তাঁরা বলেন, “জায়নবাদী ইসরায়েল প্রতিনিয়ত গাজার নিরীহ জনগণের উপর বর্বর হামলা চালাচ্ছে, যেখানে নারী, শিশু, বৃদ্ধসহ হাজার হাজার নিরীহ মানুষ নিহত হচ্ছে।”
এ সময় বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে, গাজায় বোমা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। বক্তারা আরও বলেন, “এ ধরনের বর্বরতা একেবারে অগ্রহণযোগ্য, এবং মুসলিম বিশ্বের শক্তিশালী ঐক্য প্রয়োজন যেন এই গণহত্যা বন্ধ হয়।” বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে তীব্র সমালোচনা করে বলেন, জাতিসংঘ ও আমেরিকা, যারা মানবাধিকারের রক্ষক বলে নিজেদের দাবি করে, তারা এই গণহত্যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী তার বক্তব্যে বলেন, “এটা শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, আন্তর্জাতিক আইনেরও চরম অবজ্ঞা। গাজায় নিরীহ শিশুদের ওপর যে নির্মম বর্বরতা চলছে, তা চরম মানবাধিকারের লঙ্ঘন।” তিনি বলেন, “বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একতাবদ্ধ হওয়া উচিত। আমরা একদিন অবশ্যই বিজয়ী হবো, মুসলিমরা কখনো পরাজিত হয়নি।”
প্রতিবাদ সভায় মাইজভান্ডার দরবারের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ মিশকাতুন নূর মাইজভান্ডারী এবং শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী সহ অনেক নেতার উপস্থিতি ছিল। তাঁরা সবাই মানবাধিকারের পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান জানান।
এই প্রতিবাদ কর্মসূচি শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ ছিল না; সারা দেশব্যাপী মাইজভান্ডার দরবারের অনুসারীরা একই ধরনের প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে গণ্য হচ্ছে, যেখানে মুসলিম উম্মাহ একত্রিত হয়ে বিশ্বের অন্যতম বড় মানবাধিকার সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।