মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয়—বাকি ৬টি সংসদীয় আসনে বিএনপি কাকে মনোনয়ন দেবে? সূত্র বলছে, এখনো প্রার্থিতা চূড়ান্ত হয়নি, কারণ এখানে বড় ভূমিকা রাখবে সম্ভাব্য রাজনৈতিক জোট, নির্বাচনপূর্ব জরিপ ও প্রার্থীদের জনপ্রিয়তা।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা): অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও ড. খন্দকার মারুফ হোসেনের মধ্যে চলেছে প্রতিযোগিতা।
কুমিল্লা-৪ (দেবিদ্বার): এনসিপির হাসনাত আবদুল্লাহ জোটে থাকলে বিএনপির প্রার্থী বাদ পড়তে পারেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): এখানে জামায়াতের প্রার্থী মোবারক হোসেনের পাশাপাশি বিএনপি থেকে হাজী জসিম উদ্দিন অথবা এটিএম মিজান মনোনয়ন পেতে পারেন।
কুমিল্লা-৭ (চান্দিনা): এলডিপির রেদোয়ান আহমেদ জোটে প্রার্থী হতে পারেন ধানের শীষ প্রতীক নিয়ে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম ও আবুল কালামের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): জামায়াতের ডা. সৈয়দ তাহের জোটে প্রার্থী হলে বিএনপির কামরুল হুদা পিছিয়ে পড়তে পারেন।
সংশ্লিষ্টদের মতে, শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে এই আসনগুলোতেও জরিপ ও সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।