মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের পুরাতন বই, খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক উপজেলা প্রশাসনকে না জানিয়েই এসব সামগ্রী বিক্রি করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্কুলের গুদাম থেকে পুরাতন বই ও রেকর্ডপত্র বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কোনো আলোচনা না করায় ক্ষোভ তৈরি হয়েছে। অনেকের মতে, এসব বই ও কাগজপত্র ভবিষ্যতের রেফারেন্স বা দরিদ্র শিক্ষার্থীদের জন্য কাজে লাগানো যেত।
এ ব্যাপারে স্কুলের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "প্রধান শিক্ষক আমাদের কোনো তথ্য দেননি। আমরা শুনেছি, বইগুলো কাগজের আড়তে বিক্রি করা হয়েছে।"
উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, তারা বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অন্যদিকে, স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।