
ঢাকা জেলা পুলিশ সুপার, মোঃ আনিসুজ্জামান এর নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশের আইসিটি এন্ড সাইবার ইন্টেলিজেন্স শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে।গত মার্চ মাসে সর্বমোট ৪১ টি হারানো মোবাইল উদ্ধার করেন।
উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন অদ্য আজ (৮এপ্রিল) খ্রিস্টাব্দ ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান এর পক্ষে মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় উদ্ধারকৃত মোবাইলের প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এই সময় ঢাকা জেলা পুলিশের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি এন্ড সাইবার ইন্টেলিজেন্স শাখার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।