মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ‘হোটেল তাজমহল’ ও ‘টাইম স্কয়ার’ হোটেল এন্ড রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিটি হোটেল মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (০৬ এপ্রিল) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত উপজেলার মিয়াবাজারস্থ এ দুইটি হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে হোটেল দু’টিতে লাইসেন্স নবায়ন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন, দৃশ্যমান স্থানে উৎপাদিত পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় হোটেল তাজমহলকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিক এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও টাইম স্কয়ারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার উজিরপুর ইউনিয়নের হোটেল তাজমহল ও টাইম স্কয়ারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে হোটেল দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে হোটেল মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।’
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।