মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ত্যাগী এবং ক্লিন ইমেজধারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যেই প্রার্থীদের প্রাথমিক তালিকা তৈরি করা শুরু হয়েছে। জানা গেছে, আগামী জুলাই-আগস্টের মধ্যে এই তালিকার খসড়া তৈরি হবে এবং তা চূড়ান্ত করার পর নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি যাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছিল, তারা সবার আগে দৃষ্টি আকর্ষণ করছেন। তবে এবারের নির্বাচনে বিএনপি কোনো ধরনের গ্রুপিং বরদাশত করবে না। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন অথবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, তাদের মনোনয়ন দেওয়া হবে না। প্রার্থী নির্বাচন হবে শুধু তাদের মধ্য থেকে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যারা জনগণের আস্থার প্রতি সম্মান রেখেছেন।
এছাড়া, দলের তৃণমূল নেতারা দাবি করছেন, আগামী নির্বাচনে এমন নেতাদের মনোনয়ন দেওয়া উচিত, যারা শুধু ক্লিন ইমেজের অধিকারী নয়, বরং কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। তারা মনে করেন, এ ধরনের নেতারা দলকে আরও শক্তিশালী করবেন এবং জনগণের মধ্যে ভালো বার্তা প্রদান করবেন।
বিএনপির বিরুদ্ধে প্রচলিত অপপ্রচারের মাঝেও দলের নেতা-কর্মীরা আশাবাদী, যে তারা গণতন্ত্রের জন্য তাদের দীর্ঘ সংগ্রামের ফলে জনগণের সমর্থন পাবে। এছাড়া, দলটি আগামী নির্বাচনে বিজয়ী হলে দেশের উন্নয়নের জন্য জাতীয় সরকারের পরিকল্পনা করছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।