জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনীতে ড. মোবারক হোসাইন

মোঃ শাহজাহান বাশার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় একটি মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন।

তিনি তার বক্তব্যে বলেন, “ইসলামী মূল্যবোধ ও দেশের সংবিধানকে সম্মান করে জনগণের সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। আমরা চাই একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা শুরার সদস্যবৃন্দ। এ সময় স্থানীয় নেতাকর্মী ও শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।