মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৭ শতাংশ শুল্কারোপ নিয়ে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আজ শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে অংশ নেবেন দেশের শীর্ষ অর্থনীতি ও বাণিজ্য বিশেষজ্ঞ, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ও সম্ভাব্য কৌশল নির্ধারণেই এ সভা ডাকা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট না করে কীভাবে শুল্ক ইস্যুতে সমাধান আনা যায়— সেটিই এখন মূল লক্ষ্য।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।