মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার মোহাম্মদ ফারুক (৪৫) নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে মক্কা থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফারুক চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন এবং তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা চরম দুর্দশায় পড়েছেন। তার ছোট ভাই মোহাম্মদ ইমন জানান, ফারুক সাত বছর আগে সৌদি আরবে যান এবং গাড়িচালক হিসেবে কাজ করতেন।
মরদেহ ফেরত ও ক্ষতিপূরণের দাবি
পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে ফেরত আনা ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।