কালিকাপুর ফুটবল একাডেমি আয়োজিত ফুটসাল ফুটবল। টুর্নামেন্ট-২০২৫ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
( মঙ্গলবার পহেলা এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন, রায়হান একাদশ বনাম, জিসান একাদশ। ফুল টাইম খেলা শেষে গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে রায়হান একাদশ জয় লাভ করছে ৩ -২ গোলের ব্যবধানে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও পুরস্কার তুলে দেন মোঃ মহিউদ্দিন আখন্দ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, কালিকাপুর।
বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন মোঃনঈমুল আলম রাসেল,কালিকাপুর,মোঃ মেহেদী হাসান দুলাল, কালিকাপুর, মো,আজাদ মোঃআলমগীর হোসেন, কালিকাপুর। মোঃ ফিরোজ মিয়া, কালিকাপুর। মিজানুর রহমান রুবেল। কালিকাপুর, মোঃ এনামুল হক কাজল, কালিকাপুর। মোঃ নাজমুল হাসান আখন্দ, কালিকাপুর। মোঃ আরিফুল ইসলাম,কালিকাপুর। মোঃ গিয়াস উদ্দিন কালিকাপুর।
এএনবিটোয়েন্টিফোর ডট নেট / বুড়িচং, কুমিল্লা।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা সংবাদপত্র,
প্রকাশক, মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ
ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট