বরিশালের উজিরপুরে ঘরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমিককে আপত্তিকর অবস্থায় আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এতে সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বামরাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।
ভিডিও চিত্রে দেখা গেছে, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একপর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। বাধার সময় ওই নারী অনেক অনুরোধ করেও রক্ষা পাননি।
নির্যাতনের শিকাররা হলেন: সাদ্দাম হোসেন গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে ও সৌদি প্রবাসীর স্ত্রী।
স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছে, সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে সাদ্দাম হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে। মঙ্গলবার সকালে ওই নারী ও সাদ্দাম হোসেনকে অসামাজিক কাজে লিপ্ত হতে দেখে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করেন।
তবে আটক সাদ্দামের বাবা আকবর হোসেন জানিয়েছেন, গত কয়েকদিন আগে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মোটর খারাপ হয়। সেই নষ্ট মোটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেয় ওই নারী। এরপর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছেন। তার ছেলে নির্দোষ বলেও তিনি (আকবর) দাবি করেন।
তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেয়া যায়নি।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।