বুড়িচংয়ের বীর মুক্তিযোদ্ধা খাইরুল বাশারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পুর্ণ

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবের পাশে শায়িত হলেন  সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা জনাব খায়রুল বাশার (তোতা মিয়া)।

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ শাহজাহান এর পিতা খায়রুল বাশার (তোতা মিয়া) ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ।

 

গতকাল শনিবার (২৯ মার্চ ) ভোর ৫:৩০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মরহুমের ছেলে সাংবাদিক শাহজাহান। এসময় সাংবাদিক শাহজাহান জানান,
বেশ কিছুদিন ধরে আমার বাবা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

গতকাল (শনিবার) বেলা ২:৩০ মিনিটে বাকশীমূল ভুমি অফিস সংলগ্ন (কালিকাপুর) বাবার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বুড়িচং উপজেলা নিবার্হী অফিসারের নেতৃত্বে বুড়িচং থানা পুলিশ গার্ড অফ অনার (রাষ্ট্রীয় মর্যাদা) প্রদান করা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোশাররফ হোসেন খান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির, এডভোকেট মোঃ কামাল হোসেন, মরহুমের ছেলে দৈনিক জনতার মতামত অন লাইন নিউজ এর সম্পাদক এবং এএনবিটোয়েন্টিফোর ডট নেট  সহ জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার  সাংবাদিক মোঃ শাহজাহান ও আনন্দপুর পশ্চিমপাড়া শাহ্ সালাম জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ ফাহাদ হোসাইন। বক্তারা, মরহুমের আত্মার মাগফেরাত কামনা, গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম মাষ্টারের পরিচালনায় মরহুমের নামাজে জানাজা পড়ান ঘিলাতলা দরবার শরীফের শাহজাদা মুফতি মাওলানা মুহাম্মদ বাকী বিল্লাহ আল আযহারী ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আত্মীয় স্বজন ও এলাকাবাসী