বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু।
মালদ্বীপ প্রতিনিধি।
গত বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু বলেন, ‘দু’দেশের পারস্পরিক বোঝাপড়া, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মালদ্বীপ প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার কথা উল্লেখ করেন।
বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে দু’দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রসারিত সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।’
এর আগে, রাষ্ট্রপতি সোলিহ সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানান।
মালদ্বীপে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ মালদ্বীপের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এএনবি২৪ ডট নেট"একটি বহুল পঠিত অনলাইন বাংলা পোটাল, এটা কোন প্রিন্ট দৈনিক পত্রিকা নয়।
প্রকাশক, মোহাম্মদ মাহমুদুল হাসান কালাম,
প্রগতি স্বরণী, ঢাকা-১২২৯
+৯৬০৭৩৩৯৬৯১
+৮৮০১৬৪৭০৫৩৪৪৯
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন। anbnewsbd@gmail.com
২০১২-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত – এএনবিটোয়েন্টিফোর ডট নেট/এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।