ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: যাত্রীদের চরম ভোগান্তি

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মদনপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত ৯টা থেকে রাস্তা সম্পূর্ণ অচল হয়ে পড়ায় শতাধিক যানবাহন আটকে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

যানজটের কারণে যাত্রীরা রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত কয়েক ঘণ্টায় যানজট আরও বিস্তৃত হয়েছে। পুলিশ ও হাইওয়ে পেট্রোল টিম যানজট কমানোর চেষ্টা করলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।