জব্দকৃত যানবাহনের জট, রাজস্ব ক্ষতির মুখে সরকার

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বিভিন্ন থানায় জব্দকৃত যানবাহন দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হচ্ছে, আর এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নিলামের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লার কোতোয়ালি মডেল থানা, বুড়িচং থানা ও ব্রাহ্মণপাড়া থানায় ট্রাক, লড়ি, সিএনজি, পিকআপ, প্রাইভেটকার ও বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল পড়ে আছে। এ যানবাহনগুলো রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে, জায়গার সংকট সৃষ্টি হওয়ায় থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ‘আদালতের অনুমতি ছাড়া এসব যানবাহন নিলামে তোলা সম্ভব নয়। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’ আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে এই সমস্যার সমাধান হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে।