ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম , ভরি ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা

স্বর্ণালঙ্কার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

তিন দফা কমানোর পর বেড়েছিল দেশের বাজারে স্বর্ণের দাম। সেখান থেকে একবার কমে পরে ফের তিন দফা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

 

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ২৭ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ পাঁচ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

গত ১৯ মার্চ থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকায় বেচাকেনা হয়। ওইসময় ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ চার হাজার ৪৯৮ টাকায় কেনাবেচা হয়।

গত ১৭ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকায় বেচাকেনা হয়েছিল। ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ এক লাখ তিন হাজার ৪৭১ টাকায় কেনাবেচা হয়েছিল।

গত ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৫০ হাজার ৮৬২ টাকায় বেচাকেনা হয়েছিল। ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৪ হাজার চার টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৩ হাজার ৪২৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ এক লাখ এক হাজার ৬৪০ টাকায় কেনাবেচা হয়েছিল। গত ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ তিন হাজার ৫৫৮ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকায় কেনাবেচা হয়েছিল। ওইসময় ২১ ক্যারেটের প্রতিভরি এক লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২৪ হাজার ২৮০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ দুই হাজার ৩৭৫ টাকায় কেনাবেচা হয়েছিল।

এর আগে গত ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকায় কেনাবেচা হয়েছিল। ওইসময় ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ২১ হাজার ৩৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৯ হাজার ৮৯০ টাকায় কেনাবেচা হয়েছিল।

এরও আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৪০৩ টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকায় কেনাবেচা হয়েছিল। গত ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক হাজার ১৫৫ টাকা কমিয়ে এক লাখ ৫৩ হাজার ৩৭০ টাকায় কেনাবেচা হয়েছিল। অবশ্য এর আগে আট দফা স্বর্ণের দাম বেড়েছিল। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

প্রকাশকঃএম এইচ, কে,নিউজ এডিটর, কালাম , উপদেষ্টা সম্পাদক,জাহাঙ্গীর আলম জাবির, ব্যবস্থাপনা সম্পাদকঃনির্বাহী সম্পাদকঃ বার্তা সম্পাদকঃ সাইদুর রহমান মিন্টু এএনবি২৪ ডট নেট নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে । তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি anb24.net is one of the most popular Bangla News publishers. It is the fastest-growing Bangla news media that providesective news within the accurate and obj shortest poassible time.anb24.net intends to cover its reach throughout every district of the country, also global news of every segment such as politics, economics, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns anbnewsbd@gmail.com /mahamudulbd7@gmail.com mahamudul@anb24.net