মালদ্বীপে বাংলাদেশ মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

 

মালদ্বীপ প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন, মালদ্বীপ কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়।

 

(বুধবার ২৬ মার্চ) সকালে ভারপ্রাপ্ত হাইকমিশনার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।


অতঃপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মো: সোহেল পারভেজ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, ও পররাষ্ট্র ‍উপদেষ্টা প্রেরিত বানী পাঠ করেন যথাক্রমে, মিশনের তৃতীয় সচিব মো: জিল্লুর রহমান , কল্যান সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী ময়নাল হোসেন। অতঃপর জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাই কমিশনার মো: সোহেল পারভেজ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা শ্রদ্ধার্ঘ্য চিত্তে স্মরণ করেন । মালদ্বীপ প্রবাসী সকল বাংলাদেশীদের তিনি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

প্রধান অতিথি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্র মন্ত্রী ড. আবদুল্লাহ খলিল কে বাংলাদেশ সরকার ও জনগনের প্রতি তাদের শুভেচ্ছাবার্তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সবশেষে তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও দেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। কনস্যুলার সহকারী জনাব ইবাদ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীগন এবং প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।